কবিতা:প্রিয়তমা তুমি

   প্রিয়ময় তুমি

তোমার চোখে খুঁজি-

জোনাকির ঝাক।

তোমার চুলের আঁচড়ে দেখি-

নদীর এলোমেলো বাক।


তোমার একফোটা চোখের জল যেনো-

বিশাল সমুদ্রের জলরাশি।

তোমার মুখের হাসি মুক্ত ঝরানো-

ম্লান করে দেয় তুষারের রাশি।


তোমার নিরবতায় বাড়ে-

রাতের গভীরতা

তোমার বাঁকা চোখের চাহনিতে ঝরে-

ভোরের যতো সজিবতা।


তোমার চাঞ্চল্যে সূচনা-

দুপুরের সব আনমনা।

তোমার মধূর কন্ঠে বন্দনা-

ফুটায় সন্ধ্যার হাসনাহেনা।


-রেহাদ

ছিবি:সংগৃহীত। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.