মহানগর ওয়েব সিরিজ রিভিউঃ-
মহানগর (২০২১)
পরিচালকঃ- আশফাক নিপুন।
ইন্ডাস্ট্রিঃ- বাংলাদেশ।
![]() |
| মহানগর সিরিজ |
প্রতিনিয়ত এই শহরের আনাচেকানাচে কতো অসংখ্য ঘটনার জন্ম হচ্ছে,অসংখ্য ঘটনা ঘটতেছে এসবের হিসাব কয়জনই বা রাখে!
কিন্তু সাধারণ একটা ঘটনাই যখন সিরিয়াস বিষয়ে রুপান্তরিত হয় তখন ঘটনাটি মোড় নেয় এক রহস্যময় ইস্যূতে।
"প্রদীপের তলাতেই সবচেয়ে বেশি অন্ধকার থাকে"কথাটা খাঁটি সইত্য কথা।কিন্তু সেই অন্ধকারে ঘুরে বেড়ানো ভূতের দলের মধ্যেও কখনো কখনো দেবতা থাকেন একেক জন।
যাকে দেখে প্রথম দর্শনে ঘৃণার সঞ্চার হবে আপনার।তার প্রতিটা পদক্ষেপে শঙ্কিত হবে।কিন্তু শেষমেশ সেই ভূত রূপী মানুষটাই আপনার হৃদয়কে আদ্র করে তুলবে।তখন আপনার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাবে যে মানুষটি আসলে ঠিক কি?ভিলেন নাকি হিরো?
আলোয় ঝলমল এক শহরের রাতের কাহিনী যে শহরে ঝকমক করা ঔজ্জ্বল্যের তলায় চাপা পড়ে যায় অনেক অপরাধ।এরকমই একটা অপরাধের কথা রচনা হয় এই আট পর্বের মহানগর সিরিজটিতে।
যে গল্পের মূলে রয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ দুর্নীতিগ্রস্থ হারুণ সাহেব।যিনি টাকা ছাড়া কিছুই বুঝেন না উনার সাথে আছেন সাব ইন্সপেক্টর আদ্যন্ত সৎ মলয়।
হটাৎ সেই রাতে ঝড়ের গতিতে এগিয়ে চলা এক হারিয়ার গাড়ির তলায় চাপা পড়ে প্রাণ হারান এক বাইসাইকেল আরোহী।কিন্তু সেই সাধারণ মানুষটি কি ন্যায় বিচার পাবে?
কারণ সেই লোকটি যে গাড়ির নিচে চাপা পড়ে মরেছে সে গাড়িটি এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বিগড়ে যাওয়া একমাত্র পুত্র শিল্পপতি আফনান চৌধুরীর।
এই ঘটনার সাথে যুক্ত না থাকা সত্বেও অভিযুক্ত হন আরেক সাধারণ চাকুরিজীবী আবির।তার পরের ঘটনাটি নিয়েই গল্পের বিস্তার আর এর পরিণতি দেখতে চাইলে দেখতে হবে এই থ্রিলার,সাসপেন্সিবে ভরপুর টানটান এই সিরিজটি।
অভিনয় নিয়ে বলতে গেলে লা জবাব।এতো নিখুঁত অভিনয় বাংলা কোনো সিরিজে হয়েছে কি না আমার জানা নেই।
হারুন সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।তিনি কখনো কখনো ঘৃণার সৃষ্টি করেছেন,মুগ্ধ করেছেন আবার ভালোবাসতেও বাধ্য করেছেন।সাদা ও না কালোও না গ্রেও না এমন দু আঁশলা অভিনয় করা সহজ বিষয় না যা মোশাররফ করিম নিখুঁতভাবে করেছেন।
এমন একটা লোক যাকে দেখে রাগ হবে,আবার যার কথায় হাসতে হাসতে পেটে ব্যথাও হবে শেষমেশ এই মানুষটাকেও ভালোবাসতে বাধ্য হতে হবে।ঠিক এরকমই একটা চরিত্র ছিলো ওসি হারুনের।যেই চরিত্রে মোশাররফ করিম নিখুঁত অভিনয় করে সর্বোচ্চ প্রসংশার দাবী রাখেন।
সৎ সাব ইন্সপেক্টর মলয় চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান।খুবই ভালো অভিনয় করেছেন।সত্যকে খুঁজে বের করার প্রচেষ্টা আর নিরহ মানুষদেরকে ন্যায় বিচার পাইয়ে দিবার যে আক্রোশ আর ছটফটানি তা নিদারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার অভিনয়ে।
অন্যদিকে মহিলা এসপির চরিত্রে জাকিয়া ম্যাডাও সুন্দর ও স্মার্ট অভিনয় করেছেন।প্রভাবশালী নেতার বিগড়ে যাওয়া ছেলের চরিত্রে শামল মাওলা নিখুঁতভাবে অভিনয় করেছেন।এক কথায় সকলেই অসাধারণ অভিনয় করছেন।
'রে'নিয়ে তমুল হৈচৈ এরই মাঝে হৈচৈ প্লাটফর্মে রিলিজ হওয় "মহানগর" সিরিজটি সবার মনে অন্যরকম সাড়া ফেলে জায়গা করে নিবে তাতে কোনো সন্দেহ নেই।সিরিজটি দেখে আপনি ভরপুর তৃপ্তি পাবেন একটা অন্যরকম সমাজ সত্য ম্যাসেজ পাবেন।সবমিলিয়ে অসাধারণ লাগবে।
সিরিজে বলা মোশাররফ করিমের একটা উক্তি দিয়েই রিভিউ শেষ করছি-
"এই সিস্টেমের কোনায় কোনায় ভূত।ভূতদের ধরতে হলে মাঝে মধ্যে নিজেদেরকেও ভূত সাজা লাগে।সোজা আঙ্গুলে ঘি না উঠলে মাঝে মাঝে আঙুল বাঁকা করতেই হয়।তুমি আঙুল বাঁকা করাটাই দেখলা বাকিটা দেখলা না"।
রিভিউ লেখক ঃএডমিন
