ভালোবাসার কবিতা:তুমি হারাবার নও

           কবিতা

     তুমি হারাবার নও

তুমি তো কোনো অতিথি পাখি নও 

যে মৌসুমি আসলেই এই শহরে বিচরন করবে!

তুমি তো কোনো বসন্তের কোকিল নও

যে বসন্ত আসলেই কেবল 'কুহুক'সুরে ডাকবে।


তুমি তো কোনো বর্ষাকালের ভরা নদী নও

যে বর্ষাকালেই পানিতে ভরপুর থাকবে। 

তুমি তো কোনো ভ্রমণকারী আগুন্তক নও

যে ভ্রনণ শেষে ফের আপনলয়ে ফিরে যাবে।


তুমি তো কোনো গল্পের চরিত্র নও

যে শুধু গল্পেই সীমাবদ্ধ থাকবে।

তুমি তো কোনো ভোরের শিশির কণা নও

যে ভোর পেরেয়ি বেলা উঠলেই অদৃশ্য হয়ে যাবে।


তুমি তো কোনো  সন্ধ্যার ধ্রুব তারা নও

যে সন্ধ্যা মিটলেই রাতের অথৈ গভীরে হারাবে।


'তুমি'তুমি তো হলে এক ভালোবাসার আকাশ

যার বিচরণ গোটা জগত জুড়ে,নেই কখনো ফুরিয়ে যাওয়ার  অবকাশ। 

'তুমি'তুমি তো হলে একটা আকাশের চাঁদ 

যাকে দেখা যায় গগনতলে বারোটি মাসের রাত।    

কবিতা:তুমি হারাবার নও

লেখক:-রেহাদ 

  


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.