বোকা লোকদের বৈশিষ্ট্য;বুদ্ধিমান হওয়ার কৌশল

বোকা লোকদের বৈশিষ্ট্যঃসহজেই তাদের  চেনার উপায়ঃ

আপনাদের সামনে এমন কিছু সাইকোলজিক্যাল বৈশিষ্ট্যের কথা উল্লেখ করবো যেগুলো জানার মাধ্যমে বোকা লোক ও বুদ্ধিমান লোকদেরকে সহজেই পরিচয় করে নিতে সক্ষম হবেন।


মানুষ সমাজে বসবাস করে।সঙ্গবদ্ধ হয়ে একে অপরের সাথে বসবাস করাটাই মানুষের মূল স্বভাব।মানুষ কখনো একা বসবাস করতে পারে না।

আর সঙ্গবদ্ধ হয়ে বসবাস করতে যেয়ে আমরা নানান ধরনের মানুষের সাথে চলাফেরা করে থাকি।কিন্তু সব মানুষ একই ধরনের হয় না।

কেউ হতে পারে চালাক ও বুদ্ধিমান আবার অনেকে হতে পারে বোকা নিরেট বুদ্ধিহীন।

বোকা লোকদের বৈশিষ্ট্য;বুদ্ধিমান হওয়ার কৌশল

আজ এমন কয়টি কৌশলের কথা বলবো যেগুলো জানার পর আপনি অতি সহজেই বোকা লোকদেরকে চিহ্নিত করে নিতে পারবেন।এমনকি আপনার মধ্যে এই দোষগুলো থাকলে তা শুধরিয়ে নিজেকে চালাক ও বুদ্ধিমান করে নিতে সক্ষম হবেন।


১.রেগে যাওয়াঃ চট করে;অযথাই হুটহাট রেগে যাওয়া বোকা লোকদের প্রথম লক্ষণ।বোকারা অতি সহজেই খুব তাড়াতাড়ি রেগে যায়।


অন্যথায় যারা বুদ্ধিমানলোক তারা কিন্তু সহজেই রেগে যায় না।যেকোনো পরিস্থিতি হোক না কেনো তারা আগে তা ঠান্ডা মাথায় চিন্তা করে।


তাই আপনারা আশপাশে যারা খুব সহজেই অযথা রেগে যায় তারা বোকা লোকদের একজন।আর আপনার এই দোষটা থেকে থাকলে ছেড়ে দিয়ে নিজেকে বুদ্ধিমান করে নিন।


২.কারো সম্পূর্ণ কথা না শুনেই জবাব দিয়ে দেওয়াঃ বোকা লোকদের অন্যতম মৌলিক একটি আলামত হলো তাদেরকে যখন কেউ কিছু বলে তখন তারা অপর জনের সম্পূর্ণ প্রশ্ন বা কথা না শুনেই রিয়েক্ট বা জবাব দিয়ে ফেলে।এতে করে সে তার বোকামির পরিচয় ফুটিয়ে তুলে।


জ্ঞানী লোকেরা কখনো কারো কথা সম্পূর্ণ না শুনে জবাব দেন না।তাই যারা এমন কথার মাঝখানেই কথা বলে ফেলে তারা বোকা বৈ কিছুই না।


৩.বেহিসাবিঃ বোকা লোকদের আরো একটি চিহ্ন হলো তারা বেশ খরুচে বেহিসাবি হয়ে থাকে।তারা তাদের টাকা কোন কোন কাজে কোথায় কোথায় ব্যয় করছে এসবের কোনো হিসাব রাখে না।


অযথা টাকা খরচ করতে থাকে।পক্ষান্তরে বুদ্ধিমানেরা হয়ে থাকে হিসাবী ও মিথব্যয়ী।তারা তাদের সব কয়টা কাজ বেশ হিসেব কষেই করে থাকে।


৪.অহংকারবোধঃ কথায় আছে অহংকার বোকা ব্যতিত কেউই করে না।কথাটা ধ্রুব সত্য।বোকা লোকেরাই অহংকার অহমিকা দেখায়।


কিন্তু যারা জ্ঞানী তারা বুঝে যে সবকিছুই এই ভূমিতে ক্ষণস্থায়ী।তাই তারা কখনো অহংকার করে না।

কাজেই বোকা লোকদের আরও একটি নির্দশন হলো তারা অহংকারী হয়ে থাকে।


৫.পিছনের ভুল থেকে শিক্ষা না নেওয়াঃ সমাজে যারা বোকা লোক হয় তারা বারংবার একই ভুল করতে থাকে।অতীতে যা যা ভুল করে তা থেকে সে কখনো শিক্ষা নেওয়ার চেষ্টা করে না।উপরন্তু সে একই জিনিসে বারবার ভুল করতেই থাকে।


কিন্তু বুদ্ধিমান লোকেরা কোনো ভুল করে ফেললে তা নিয়ে চিন্তা করে এবং একই ভুল দ্বিতীয়বার কখনো করে না।


৬.অল্পতেই অনেক খুশি হয়ে যায় অথচ ভবিষ্যতের কোনো চিন্তা বা স্বপ্ন দেখে নাঃ

বোকারা সামান্য জিনিসেই তৃপ্ত হয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে।


যেমন সে কারো কাছ থেকে কিছু টাকা পেলো।তা পাওয়ার পর সে আনন্দে আত্মহারা হয়ে তা খরচ করতে লাগলো।অথচ এই টাকা শেষ হয়ে গেলে সে কি করবে?কিভাবে চলবে?তার চিন্তা একটুও করে না।অনাগত দিনগুলো নিয়ে তার কোনো ভাবনাই হয় না।


পক্ষান্তরে জ্ঞানী বা বুদ্ধিমান লোকজন বর্তমানে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার পাশাপাশি অনাগত ভবিষ্যতের জন্য চিন্তা করে।তার স্বপ্ন পূরণের জন্যে সে কাজ করতে থাকে।

এখানেই মূলত পার্থক্য দেখা যায় বোকা ও বুদ্ধিমান লোকের মধ্যে।


আরও পড়ুন 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.