কবিতা
তুমি আমার অনুভূতি
তোমার আউলা কেশ
দেখতে লাগে পাগলী বেশ!
তোমার মায়াভরা মুখ
দেখতে চাওয়াটাই আমার অসুখ!
তোমার হাতের একটু স্পর্শ
দূর করে দিতে পারে সব হর্ষ!
তোমার অভিমানী দৃষ্টিতে
আমি হারিয়ে যাই মুগ্ধতাতে।
তোমার করা যতো অভিযোগ
ভালোবাসার ছোঁয়াতে গুছিয়ে দিতে চাই সব অনুযোগ।
তোমার যতো জমানো কথা
শুনতে চাই তোমার কোলে রেখে মাথা।
তোমার সেই কাজল মাখা চোখ
অনন্তকাল দেখতে চাওয়াই আমার ভুখ।
তোমার হাতে রেখে হাত
কাঠিয়ে দিতে চাই এই বেলার সকল প্রভাত।
তোমার কাছে রেখে যেতে চাই
এক অবিনশ্বর ভালোবাসার ফেরী।
আমি যখন থাকবো না বেঁচে
তখন দেখে নিয়ো মোর ভালোবাসা স্মৃতির ক্র্যাচে।
আমি যখন থাকবো দূরে
তুমিই থাকবে তখন অন্তর জুড়ে।
তোমাকে যতোটা দেখি বাস্তবে
তার চেয়ে অজস্র গুণ বেশি দেখি অনুভূতির কাব্যে।
কলমে-
আব্দুল্লাহ্
