কবিতা:যতো দূরে তুমি ততো কাছেই তোমার অনুভূতি


দূরত্ব বাড়ে নাকি বাড়ে অনুভব

  

ওপার!

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার;

তবুও সূর্যের আলো আমরা পাই অনুভব করি তাপ তার।


পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ শুক্র জানি ঢুকে;

সন্ধ্যা ও ভোরের আকাশে শোক তারা নামে তার উপস্থিতি দেখি পৃথিবীর বুকে।


এপার!

আমাদের বসবাস হয় একই গ্রহের একই মেরুতলে;

অথচ!আমাদের ভোরে কিংবা সন্ধ্যায়

শোক তারার মতোও কভু হয়নাকো দেখা কোনো ছলে।


হয়নিকো কভু মন খুলে কথা এতো কাছে থেকেও;

কেউ বলতে চাইলেও বলিনি কখনো আমৃত্যু পাশে থেকে যেও।


তবে কী আমরা হয়েগেছি নিষ্প্রুভ;

অনুভূতিরা কী সব হয়েগেছে নিষ্প্রাণ নিরব!


কে জানে!

হয়তো অনুভবের মাত্রা এতোটাই

যতোটা আকাশ অনুভব করে চাঁদকে নিত্য;

নয়তো দূরত্বের সীমারেখা বেড়েগেছে 

ঐ পৃথিবী-সূর্যের ন্যায় যতো।

-রেহাদ 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.