একবার এক দার্শনিক পন্ডিতকে প্রশ্ন করা হলো,তাকে যদি একটা সোনার কুড়াল আর আরো একটা লোহার কুড়াল উপহার দেওয়া হয় তাহলে তিনি কোনটা বেছে নিবেন?
জবাবে দার্শনিক বললেন,আমি অবশ্যই লোহার কুড়ালটা নিবো।হয়তো অন্য কেউ হলে চোখ বন্ধ করে বলতো সোনার কুড়ালের কথা।কিন্তু দার্শনিক কেনো নিলেন লোহার কুড়ালটা?তাতেই রয়েছে সাফল্যের আসল রহস্য।
তিনি বললেন আমি লোহার কুড়াল দিয়ে বছরের পর বছর কাঠ কেটে নিজের পছন্দ মতো নিজের সব জিনিস কিনতে পারবো এবং তৈরী করতে থাকবো।দার্শনিকের কথার ভিতরেই রয়েছে সফলতার গোপন রহস্য
জীবনে অনেক কিছুর ভিতর দিয়ে আপনাকে যেতে হবে।নানান বিষয়ের সম্মুখীন হতে হবে।হাসি-ঠাট্টা এসব করে মনের খায়েশ মিটলেও তাতে ভবিষ্যৎ এর সঞ্চয় বাড়ে না।
ধুধু মরুভুমির মাঝে একবার এক পথহারা ব্যাক্তি হাঁটতে হাঁটতে একটা সোনার ভাণ্ডার দেখতে পাই।কিন্তু তিনি আফসোস করে বলেন,হায়!এই মরুভুমিতে আমার সোনা দিয়ে কি হবে!এর থেকে যদি এক পুকুর পানি পেতাম তাহলেই প্রাণটা বেঁচে যেতো।
আসলেই তাই জীবন চলার এই পথে সুবিশাল মরুভুমিতে যাই কিছু সামনে আসুক না কেনো তা যদি আপনার জীবনের তৃষ্ণা দূর করতে না পারে তবে সে জিনিসের কোনই মূল্য নেই।
তাই যা কিছুর পেছনে আপনি ছুটে বেড়াচ্ছেন,আগে ভাবুন তা আদৌ আপনার কোনও উপকারে আসবে কিনা।
নইলে একদিন এমন একটা মূহুর্ত আসবে যেদিন আক্ষেপের সঙ্গেই বলতে হবে আহ!যদি আরেকটু সময় পাওয়া যেতো।
