একটি সুন্দর ও শান্তিময় জীবন সবাই পেতে চায়।
জীবন তিন শব্দের ছোট্ট একটা শব্দ।অথচ এই তিন শব্দের ভার ও বৈচিত্র্যতা কতোইনা বিশাল।যা বইতে একজন মানুষের গোটা হায়াতের জিন্দেগী লেগে যায় তবুও শেষ হয় না এই জীবনের বৈচিত্র্যতা আর বহুরূপীর।
যখন আমরা কোনো কিছুকে আমাদের ভাবনা অনুযায়ী সাজাই এবং চিন্তা করি যে এটা এরকমই হবে।হয়ে গলে সেটাকে আমরা পাওয়ার তালিকায় যুক্ত করি আর না হয়ে গেলে সেটাকে আমরা না পাওয়ার তালিকায় যোগ করি।আর সেখান থেকেই শুরু হয় পাওয়া না পাওয়ার যতো হিসাবের।
এমন কোনো জীবন নেই যেখানে পাওয়া না পাওয়ার হিসাব নেই।জীবন মানেই সেখানে পাওয়া না পাওয়ার হিসাব থাকবেই।জীবনের সকল হিসাব সমীকরণ সিদ্ধ হয় না।কিছু সমীকরণ আজীবন অমীমাংসিতই রয়ে যায়।এটাই প্রকৃতির নিয়ম।জীবনে সব চাওয়া পাওয়া হয়ে গেলে না পাওয়ার আক্ষেপটুকুন অনুভব করা যায় না।
কিছু জিনিস না পাওয়াতেই সুন্দর।যেমন চাঁদ দূর থেকে দেখতেই সুন্দর লাগে।চাঁদকে ছোঁয়ার আক্রোশে কাছে ছুটলে চাঁদ তার আপন গতিতে ঠিকই দূরে চলে যায় কভু তাকে ছোঁয়া যায় না।ঠিক তেমনই মানব জীবনে না পাওয়ার বিষয়গুলো আক্ষেপের হলেও বেশ আনন্দেরও বটে যদি তা উপভোগ করতে পারা যায়।
জীবনে অপ্রোয়জীন কাগজগুলো বা জিনিসগুলো খুব সহজে হারায় না।সেগুলো যত্রতত্রোই পড়ে থাকে।কিন্তু প্রয়োজনীয় কাগজগুলো সবসময় খুঁজে পাওয়া যায় না।সেগুলোকে যত্নকরে খুঁজতে হয় তবুও হারিয়ে যায় বহুবার।
কী এক অদ্ভুত সমীকরণের নাম এই জীবন!যখনই কোনো বিষয়ের সাথে প্রয়োজনীয়তা শব্দটি জুড়ে যায় তখনই সেই বিষয়টি যেনো লুকোচুরি খেলতে শুরু করে দেয়।জীবন থেকে প্রয়োজনীয় জিনিসই হারায় অপ্রয়োজনীয় জিনিস কখনো হারায় না।
এই যে,আপনে আমি কতো শতো স্বপ্ন দেখি,দেখে যাই প্রতিনিয়ত।
আমাদের স্বপ্ন দেখার তালিকা অসংখ্য হলেও তা পূরণের তালিকা খুবই সামান্য।সব স্বপ্ন পূরণ হয় না তবুও মানুষ স্বপ্ন দেখে যায় কেনো জানেন?
কারণ স্বপ্ন হলো মানুষের বেঁচে থাকার অন্যতম রঙিন জগৎ এবং হাতিয়ার।যে জীবনে স্বপ্ন নেই সে জীবন বর্ণহীন।
সকল স্বপ্ন বাস্তব হতে নেই,কেনোনা সকল স্বপ্ন বাস্তব হয়ে গেলে স্বপ্নরা তার অস্তিত্ব হারাবে।ফলেই কিছু স্বপ্ন অধরাই থেকে যায়।
মানুষ কতোশতো মানুষের মধ্যে যখন কেউ একজনকে পছন্দ করে বা বিশেষ মনে করে তখনই দেখা যায় সেই মানুষটা হারাতে হচ্ছে বা হারিয়ে যাওয়ার উদ্রেক দেখা দিচ্ছে।ঠিক যেনো প্রয়োজনীয় কাগজগুলোর মতোন সেও লুকোচুরি খেলা শুরু করে দেয়।একসময় হয়তো সহসা হারিয়েও যায়।সব মিলিয়ে দেখলাম জীবনে প্রয়োজনীয় জিনিসই হারায় অপ্রয়োজনীয় জিনিস না।
উপরোক্ত বিষয়গুলো ব্যাখ্যা করার একটাই কারণ যাতে জীবনটাকে কিভাবে সুন্দর ও শান্তিময় ভাবে কাটানো যায় তার একটি সুষ্ঠু ধারণা মিলে।এখন কয়েকটি পয়েন্ট উল্লেখ করি এগুলো অনুসরণ করলে জীবন নামক রেল গাড়িটাকে খুব সহজে এবং সুন্দরভাবেই কাটিয়ে ফেলা সম্ভব।
★জীবনকে আপনা আপনি জটিল করে তুলবেন না।জীবন তার আপন গতিতে চলবে কিন্তু আপনি চাইলে সে গতি নিয়ন্ত্রণ করে পরিচালনা করতে পারবেন।
★জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন।যা চলে গেছে তা নিয়ে টেনশন করা বাদ দিন।
★কাউকে কিছু বলতে চাইলে বলে ফেলুন তাতে সস্তি পাবেন।
★জীবন মানেই চাওয়া না পাওয়ার সমীকরণ থাকবেই।এই ধ্রুব সত্যটাকে অকপটে মেনে নিন।
★জীবনে সকল চাওয়া কল্পনার মতো বাস্তব হবে না।কাজেই কল্পনা করুন কিন্তু বাস্তবতা মেনে নিতে সদা প্রস্তুত থাকুন।
★জীবন যুদ্ধ কখনো এড়িয়ে চলার চেষ্টা করবেন না।আমরা সবাই দিগপারের কোনো মায়া গোলাপের স্বপ্নে আচ্ছন্ন।কিন্তু জানালার পাশে যে অসংখ্য গোলাপ ফুটে থাকে তা আমরা লক্ষ্য করি না।স্টিফেন লিংকন লিখেছিলেন,'আমাদের জীবনের ছোট্ট শোভাযাত্রা কী অদ্ভুত! শিশু ভাবে আমি যখন বড় হবো।কিন্তু বড় হবার পর সে বলে আমি যখন আরো বড় হবো।'বড় হয়ে সে বলে'যখন আমি বিয়ে করবো।কিন্তু এসবের পর কি হলো?
চিন্তাটা দাঁড়ালো আমি যখন অবসর নেব।কিন্তু অবসর নেবার পর সে পিছনে তাকালে দেখে অতীতের দৃশ্য-একটা শীতল পরশ যেনো বয়ে যায়-সবই সে উপভোগে বঞ্চিত হয়েছে।আমার ভুলে যাই এ জীবন উপভোগের জন্যই।প্রতিদিন প্রতিটা মুহূর্ত জীবনের উপভোগ করতে হবে।
জীবনকে উপভোগ করুন।যা আছে তাতেই সন্তুষ্ট হন দেখবেন জীবন কতোই সুন্দর কতোই মনোরম।।
