চিন্তাঃ-যদি জানি আপনার চিন্তাধারা কেমন তাহলে বুঝতে পারবো আপনি কোন ধরনের মানুষ।একজন মানুষ সারা দিন যা চিন্তা করে সে হলো তাই।"আমাদের চিন্তার মাধ্যমেই আছে আমাদের জীবন।"
হ্যাঁ তাই।যেমন ভালো কোনো চিন্তায় আমরা সুখী হই।দুঃখের চিন্তা করলে দুঃখীই হতে হয়।ভয়ের চিন্তা করলে ভয় পাই।অসুখের চিন্তায় হতে হয় অসুস্থ। ব্যর্থতার চিন্তায় নামে ব্যর্থতা।পরাজায়ের ভাবনা থাকলে সবাই পরাজিতই হবে।
নর্মান ভিনসেন্ট পীল বলেছিলেন:'আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন,আপনি নিজে যা ভাবেন আপনি তাই'।
জীবনের সমস্যা নিয়ে চিন্তা করা দরকার তবে দুশ্চিন্তা নিয়ে নিয়।এখন প্রশ্ন হলো ভাবনা আর দুশ্চিন্তার মধ্যে তফাৎ কি?
চিন্তা হলো সমস্যা কি সে বিষয়ে ঠান্ডা মাথায় তার সমাধানের চেষ্টা করা।আর দুশ্চিন্তা হলো পাগলের মতো ভেবে ঘুরপাক খাওয়া।
