সাঙ্গ হবে করোনা
জানান দিচ্ছে এই ভোরের আলো
দূর হবে সব আধাঁর কালো।
দূর হবে এই সব হাহাকার
দূর হবে এই কষ্টের সমাহার।
সাঙ্গ হবে এই মহামারী করোনার
ফিরবে সবার ঘরে ঘরে সুখ-শান্তির জোয়ার।
ক্রন্দসীতে ফের ছড়িয়ে পড়বে শান্তির পবন
ফের কথা বলে পাশাপাশি হাঁটবে আপনজন।
বসুমতী ফিরবে আবারো শান্তির নীড়ে
এটাই কামনা দয়াময় প্রভুর তরে।
📝-রেহাদ।
