কবিতা
রং বদল
দুপুরের কাঠফাটা রোদ্দুরে আচ্ছাদিত অন্তরীক্ষ,
বেলা গড়াতেই ছেয়ে গেলো তাহার নীরদবরণে বক্ষ।
আমি ঠাহর করতে পারি না তাহার এই বিচিত্র আলেখ্য,
চেয়ে থাকি অপলক নয়নে দেখি তার রং বদলের দৃশ্য।
অজানা থেকেই প্রশ্ন জাগে মোর হৃদয়ন্তে,
কি করে অম্বর তাহার রং বদলায় বেলা প্রান্তে!
রোদ্দুরে আচ্ছাদিত চকচকে ভোরের লগ্ন,
কেনই বা দুপুর পেরুলেই হয়ে যায় মেঘাচ্ছন্ন!
এক নিমিষেই ফুরিয়ে গেলো পিছনের সব আলোকছটা,
এখন শধু দেখা যায় আকাশ জুড়ে মেঘের ঘনঘটা।
কি এক অদ্ভুত রহস্যের বেষ্টনীতে ঢাকা এই আসমান,
কখনো কালো মেঘে বিষন্ন আবার কখনো রোদে টানটান।
মানুষের এই ছোট্ট 'জীবন' জুড়ে আছে আসমানের মতো বৈচিত্র্যতা,
কখনো রোদ্দুরে আচ্ছন্ন আবার কখনো সবটা জুড়েই বিষন্নতা।
দুপুরবেলার কথা মনে হলে বিষন্ন হয় আমার মন,
আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে উড়াই সকল পণ!
~রেহাদ
