লিওনেল মেসি:
কেউ বলে জাদুকর আবার কেউ বলে ভিনগ্রহের খেলোয়াড়।বা পায়ের জাদুকরি ছোঁয়াতে গোটা বিশ্বকে মাতিয়ে রাখা সেই মেজিসিয়ান ম্যান লিওনেল মেসির জন্মদিন আজ।
বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড ৩৩ পেরিয়ে ৩৪ এ পা রাখলেন আজ।শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম মেসির।২০০০ সালে চলে আসেন বার্সেলোনায়।তারপর ২০০৪ সালে যুব দল পেরিয়ে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনায়।এরপর থেকে টানা ১৭ বছর মাতিয়ে রাখছেন ফুটবল বিশ্বকে।
ফুটবলকে স্বর্গের আভায় উদ্ভাসিত করা এক ফুটবলারের নাম মেসি।যদি ফুটবল মাঠকে রং তুলি দিয়ে আঁকা ছবির সাথে তুলনায় যাই তাহলে নিঃসন্দেহে মেসি হবে সেই মাঠের ছবির মোনালিসা।মেসি কে বাংলা সাহিত্যের সাথে তুলনা করলে মেসি হবে রবীন্দ্রনাথ ঠাকুর আর যদি ইংরেজী সাহিত্যের প্রশ্ন আসে তাহলে নিশ্চিত মেসি হবে ইংরেজী সাহিত্যের শেক্সপিয়ার।মেসি কে বর্ণনা করা যায়,কবি জীবনানন্দ দাসের বনলতা সেনের সাথে।
এরুপ হাজারটা উপমা দিয়ে ও মেসিকে পুরোপুরি বর্ণনা সম্ভব নয়।মেসির খেলা আপনাকে হাসাবে,আপনাকে মোহিত করবে, আপনাকে নিয়ে যাবে প্রশান্তির সর্বোচ্চ চূড়ায়। মেসি শুধু সাধারন মানুষদেরকেই মোহিত করে নি,মোহিত করেছে তার হেটার্সদেরকেও,তার বিপক্ষে খেলা সকল ফুটবলারসহ কোচদেরকেও!
তার দলের ম্যানেজার অবাক হয়ে বলে ফেলেন সে তো অন্য গ্রহের ফুটবলার,তাকে কোনো বিশেষণে বিশেষায়িত করা অসম্ভব।বিপক্ষ দলের ম্যানেজার তো মেসিকে তুলনা করে প্লে স্টেশনের সাথে।কেউ কেউ মেসি বলে ফেলে জাদুকর আবার কেউ বলে ফেলে নিখুঁত কোনো শিল্পী।
আমাদের অনেকেরই ম্যারাডোনা কিংবা পেলের লাইভ খেলা দেখার সৌভাগ্য হয়নি,কিন্তু আমি লাইভ দেখেছি 'বা' পায়ের জাদুকর মেসিকে।রাত জেগে খেলা দেখাটাকে যে রক্তে মিশিয়ে দিয়েছে সে মেসি বৈ কি আর কেউ নয়!
আর মাত্র কয়েকটা বছর এই মেসিকে ফুটবল মাঠে দেখার সৌভাগ্য হবে।মেসি চলে গেলে পতন হবে এক যুগ ধরে চলা এক ফুটবল বিপ্লবের।
জাতীয় দলে তার হাতে একটা কাপ দেখা সকল ফুটবল ফ্যানের আজন্ম স্বপ্ন।ফুটবল ঈশ্বর কি একটু মুখ তুলে তাকাবেন না নাকি খালি হাতে বিদায় দিবেন সেটা সময়ের হাতে তুলে রাখলাম।
রে হাডসন এর উক্তি দিয়ে ই শেষ করলাম, ‘সবাই বলেন ঈশ্বরের চোখে প্রত্যেকেই নাকি সমান।কিন্তু মেসিকে দেখার পর সেই কথাটা দ্বিতীয়বার ভাবতে উদ্যত হবেন আপনি।’
জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা ও শুভ কামনা থাকলো এই ক্ষুধে জাদুকরের জন্য।
